সেটা তো জানি না তবে বিয়ে তো করতেই হবে -সাদিকা পারভীন পপি

জনপ্রিয় চিত্রনায়িকা সাদিয়া পারভীন পপি।গল্প ভালো এবং অভিনয়ের সুযোগ রয়েছে এমন কাজই করতে চাই। বিয়েটা হচ্ছে কবে? হেসে পপি বলেন, সেটা তো জানি না। তবে বিয়ে তো করতেই হবে। আল্লাহ যখন চাইবেন তখনই হবে। দেখা যাক কি হয়!